‘শেরপুরে সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনা তদন্ত হচ্ছে’

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড. কামাল উদ্দিন আহমেদ

‘শেরপুরে সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনা তদন্ত হচ্ছে’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, শেরপুরের নকলায় দুর্ব্যবহারের অভিযোগে তথ্য না দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক শফিউর রহমান রানাকে কারাদণ্ড দেওয়ার ঘটনার অনুসন্ধান করছে জাতীয় মানবাধিকার কমিশন।  

সোমবার (১১ মার্চ) বেলা ৩টায় রাজশাহী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, আমরা বাকরুদ্ধ করার বিপক্ষে। কারাদণ্ড দেওয়া সাংবাদিককে যদি হয়রানি করা হয় বা মানবাধিকার লঙ্ঘন করা হয়, তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
news24bd.tv/আইএএম