ইনস্টাগ্রামে অপরিচিত মানুষের ভিডিও কল বন্ধের উপায়

ইন্টারনেটের কল্যাণে প্রযুক্তিনির্ভর এই যুগে আমারা সবাই ভার্চুয়াল জগতে পরিচিত বন্ধু-স্বজনদের সঙ্গে যুক্ত।

ইনস্টাগ্রামে অপরিচিত মানুষের ভিডিও কল বন্ধের উপায়

অনলাইন ডেস্ক

ইন্টারনেটের কল্যাণে প্রযুক্তিনির্ভর এই যুগে আমারা সবাই ভার্চুয়াল জগতে পরিচিত বন্ধু-স্বজনদের সঙ্গে যুক্ত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম- সবখানেই বন্ধু-বান্ধবদের হালচাল জেনে নেই মুহূর্তেই। আবার অনেক সময় ভিডিও কলেও তাদের খোঁজখবর নেই। তবে অপরিচিত মানুষ ভিডিও কল দিলে ব্যাপারটা নিশ্চয়ই বিব্রতকর।

অবশ্য, চাইলেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপরিচিত মানুষদের ভিডিও কল দেয়া বন্ধ করা যায়। এ জন্য আপনাকে খুব সহজ কিছু সেটিংস চালু করতে হবে। তাহলেই আর অপরিচিত কেউ আপনাকে ভিডিও কল দিতে পারবে না।

আরও পড়ুন: পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পুড়ে ছাই হলো ইউরোপীয় স্যাটেলাইট

অপরিচিত মানুষের ভিডিও কলের নোটিফিকেশন আসা বন্ধ করতে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন।

এরপর নিজের প্রোফাইল অপশনের উপরে থাকা তিনটি অ্যারোর অপশনে ট্যাপ করুন। তারপর প্রথমে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।

পরবর্তী ধাপে একটু নিচের দিকে গেলেই ‘হাউ ইউ ইউজ ইনস্টাগ্রাম’ শিরোনামের নিচে ‘নোটিফিকেশনস’ অপশন এ ট্যাপ করুন। এরপর ‘কলস’ অপশনে ট্যাপ করে সেখানে থাকা অপশনগুলোর মধ্যে ‘ফ্রম প্রোফাইলস আই ফলো’ নির্বাচন করুন। ব্যাস, আপনার অনুসরণ করা অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কেউ আর ভিডিও কল দিলে আপনার নোটিফিকেশনে দেখা যাবে না।

news24bd.tv/ab