খুলনায় ছাত্রীকে শ্লীলতাহানি, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

খুলনা কলেজিয়েট স্কুলে ৮ দফা দাবিতে স্মারকলিপি দেয় অভিভাবকরা - নিউজ টোয়েন্টিফোর

খুলনায় ছাত্রীকে শ্লীলতাহানি, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তসহ ৮ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্টকে স্থায়ী বরখাস্তসহ ৮ দফা দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

আজ সোমবার (১১ মার্চ) প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর দেওয়া স্মারকলিপিতে অভিভাবকরা স্কুলের আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নানা অজুহাতে ছাত্রীদের শরীর স্পর্শ করার অভিযোগ করেন।

স্মারকলিপিতে তারা ক্যাম্পাসে সার্বক্ষনিক সিসি ক্যামেরায় মনিটরিং, অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের মনিটরিংয়ে রাখা, প্রত্যেক ক্লাসে-বাথরুমের সামনে সিসি ক্যামেরার ব্যবস্থা ও অভিভাবকদের সঙ্গে প্রতিমাসে একবার মিটিং করার দাবি জানান। স্মারকলিপি প্রদানের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের সাথে অভিভাবকদের উত্ত্যপ্ত বাক্য বিনিময় হয়।

জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্ট। এই ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুজ্জামান জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/SHS