বাংলাদেশকে ১ কোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স 

কৃষিমন্ত্রী আবদুস শহীদ

বাংলাদেশকে ১ কোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স 

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে এক কোটি ইউরো অর্থ সহায়তা করবে ফ্রান্স সরকার। সোমবার (১১ মার্চ) ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই-এর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী আবদুস শহীদ।  

এ সময় রমজানে দ্রব্যের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। কোনোভাবেই ছাড় নয় তাদের।

রোজায় পণ্যের সরবরাহের ঘাটতি নেই। তাই দাম বেড়ে যাওয়ারও সুযোগ নেই।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর আমরা।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক