রমজানে স্কুল বন্ধের আদেশ চেম্বার আদালতে বহাল

ফাইল ছবি

রমজানে স্কুল বন্ধের আদেশ চেম্বার আদালতে বহাল

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায়ের আদেশ চেম্বার আদালতে বহাল রাখা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১১ মার্চ) রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে। পরে শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

পাশাপাশি মঙ্গলবার আপিল বিভাগে নিয়মিত শুনানির জন্য পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল রোববার (১০ মার্চ) পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

তবে এদিনই ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেল নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য।

news24bd.tv/SHS