চুয়াডাঙ্গায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি

বাজার তদারকিতে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে অভিযান - নিউজ টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

রমজানে চুয়াডাঙ্গায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজারে নেমেছে জেলা প্রশাসনের তদারকি দল।  অভিযানে মাছ, মাংস (মুরগি, গরু, খাসি), ভোজ্য তেল, চিনি, খেজুর, চাউল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে তদারকি ও যাচাই করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য হালনাগাদ, ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই এবং পণ্য সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

আজ সোমবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

প্রথম দিন শহরের বড়বাজার এলাকায় বাজার তদারকি করা হয়।

এসময় রমজানে মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতাদের অনুরোধ করা হয়।

তদারকিতে অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা চেম্বার অব-কর্মাসের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার প্রমুখ।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘আজকের বাজার তদারকিতে মূলত ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে। ’

news24bd.tv/SHS   

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর