জি সিনে অ্যাওয়ার্ড ঘোষণা, বাজিমাত করলেন শাহরুখ

জওয়ান সিনেমার এক লুকে শাহরুখ খান (সংগৃহীত ছবি)

জি সিনে অ্যাওয়ার্ড ঘোষণা, বাজিমাত করলেন শাহরুখ

অনলাইন ডেস্ক

একই রাতে অনুষ্ঠিত হয়েছে অস্কার এবং জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। রোববার (১১ মার্চ) রাতে বলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কার জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়ে গেলো। এই অনুষ্ঠানে দাপট দেখিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার লুফে নিয়েছে জওয়ান।

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, ভিএফএক্স, সংলাপ, লিরিক্স এবং অ্যাকশন।

পাশাপাশি সেরা অভিনেতা (পপুলার) হিসেবে জি সিনে অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন শাহরুখ খান। দর্শক পছন্দে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সানি দেওল (গাদার ২)। সেরা অভিনেত্রীর পুরস্কার (পপুলার) জিতেছেন রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)।

দর্শক পছন্দে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কিয়ারা আদভানি (সত্যপ্রেম কি কথা)। বছরের সেরা পারফর্মারের (পুরুষ) পুরস্কার ঘরে তুলেছেন কার্তিক আরিয়ান (সত্যপ্রেম কি কথা)। বছরের সেরা পারফর্মার (নারী) হিসেবে পুরস্কার জিতেছেন অনন্যা পাণ্ডে (খো গ্যায়ে হাম কাহা)।

সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘জওয়ান। ’ সেরা মিউজিক জিতেছেন অনিরুধ রবিচন্দর (জওয়ান)। সেরা ভিএফএক্স এর পুরস্কার জিতে নিয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (জওয়ান)। সেরা অ্যাকশন-এর পুরস্কার জিতেছে স্পিরো রাজাতোস, অ্যানাল আরাসু, ক্রেগ ম্যাক্রে এবং টিম (জওয়ান)। সেরা সংগীত পরিচালকের পুরস্কার জিতেছে অনিরুদ্ধ (জওয়ান)।

সেরা সংলাপের পুরস্কার জিতেছেন সুমিত অরোরা (জওয়ান)। সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) অরিজিৎ সিং (ঝুমে জো পাঠান) এবং সেরা প্লেব্যাক গায়িকা (নারী) হয়েছেন শিল্পা রাও (বেশরাম রঙ- পাঠান)। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বছরের সেরা পারফর্মারদের হাতেই উঠেছে পুরস্কার।

শুধু পুরস্কার নিয়েই থামেননি শাহরুখ। পারফরম্যান্স করে ঝরিয়েছেন আগুন। শাহরুখ ছাড়া ববি দেওল, আলিয়া ভাট, শাহিদ কাপুর, কৃতি স্যানন, অনন্যা পান্ডে, আয়ুষ্মান খুরানা, মৌনি রায়, উৎকর্ষ শর্মা, সিমরত কৌরসহ একাধিক তারকা মঞ্চে আলো ছড়িয়েছেন। অনুষ্ঠানটি বলিউড অভিনেতা আয়ুস্মান খুরানা সঞ্চালনা করেছেন।  

news24bd.tv/SC