অস্কার অনুষ্ঠানের বাইরে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিক্ষোভ

অস্কার আয়োজনের বাইরে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে দাবি তোলেন বহু মানুষ (সংগৃহীত ছবি)

অস্কার অনুষ্ঠানের বাইরে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয় গতকাল রাতে। এ সময় বাইরে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিক্ষোভকারীরা জড়ো হন।

লস অ্যাঞ্জেলস টাইম জানিয়েছে, ডলবি থিয়েটারের বাইরে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ দেখিয়েছেন। যদিও অস্কার আয়োজনে কোনো বিভ্রাট ঘটেনি বলেও জানা গেছে।

কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট বিলম্বে সম্প্রচার শুরু হয় অস্কার আয়োজনের। আবার অনেক তারকাকে পায়ে হেঁটে ডলবি থিয়েটারে প্রবেশও করতে দেখা যায়। তারা লালগালিচা থেকে যুদ্ধবিরতির দাবি তোলেন।

মিসরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের অভিনেতা রেমি ইউসেফ সাংবাদিকদের বলেন, ‘আমরা অতিসত্বর গাজায় যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি।

আমরা বলতে চাই, শিশুদের হত্যা বন্ধ করো। ’

অস্কারের আসরে যুদ্ধবিরোধী পিন পরে হাজির হয়েছিলেন গায়িকা বিলি আইলিশ, অভিনেতা মার্ক রাফালো, রামি ইউসুফসহ আরও অনেকে।  

আরও পড়ুন: ৯৬তম অস্কার পুরস্কার জিতলেন যারা

উল্লেখ্য, অস্কার অনুষ্ঠান-২০২৪ কে ঘিরে প্রায় ২ হাজার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োজিত করা হয়েছিলো। পুলিশ জানিয়েছিলো, প্রতিবাদকারীদের আইন ভঙ্গ করতে কোনোভাবেই সুযোগ দেয়া হবেনা। পাশাপাশি অস্কার অনুষ্ঠানে আগত অতিথিরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিরাপত্তাকর্মীরা পূর্ণ সচেষ্ট থাকবে।