ফিক্সার বলায় চটলেন পাকিস্তানি পেসার আমির

সংগৃহীত ছবি

ফিক্সার বলায় চটলেন পাকিস্তানি পেসার আমির

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক পেস বোলার এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কুয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে এবারের আসর খেলতে নামা মোহাম্মদ আমিরকে ‘ফিক্সার’ বলে ওঠেন এক ভক্ত। ম্যাচের এক পর্যায়ে গ্যালারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাকিস্তানি এই পেসার। এক দর্শকের ফিক্সার বলার ঘটনায় মেজাজ হারান তিনি।

আমিরের এই ঘটনার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলের এক ভিডিওতে দেখা যায়, ভক্তের এমন অপমানজনক সম্বোধন শুনে ফের পেছনের দিকে তেড়ে আসেন আমির। সেখানে তিনি ভক্তকে বলেন, ‘তোমার বাবা-মা কি তোমাকে এটাই শিখিয়েছেন?’ এ সময় আমির ওই দর্শককে কড়া ভাষায় কথা বলেন। কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলার পর অবশ্য আমিরের সতীর্থ তাকে টেনে সেই স্থান থেকে নিয়ে যান।    

উল্লেখ্য, স্পট ফিক্সিংয়ের সঙ্গে ২০১০ সালে নিজের নাম জড়িয়েছিলেন এই পাকিস্তানি পেসার।

ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। অভিযোগ আছে, ম্যাচে ইচ্ছাকৃতভাবে 'নো-বল' করেছিলেন এই পাকিস্তানি পেসার। সেসময় পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন সালমান বাট। তিনিও ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন বলে ওই সময় অভিযোগ ওঠে।  

news24bd.tv/SC