পদত্যাগের ঘোষণা দিলেন হাইতির প্রধানমন্ত্রী

ক্ষমতা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।

পদত্যাগের ঘোষণা দিলেন হাইতির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ক্ষমতা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। একটি বিকল্প পরিষদ এবং অস্থায়ী প্রধানমন্ত্রী চূড়ান্ত করার পরই তিনি পদত্যাগ করবেন বলে সোমবার (১১ মার্চ) জানিয়েছেন। ২০২১ সালে হাইতির পূর্বতন প্রধানমন্ত্রীকে হত্যা করার পর থেকে তিনি দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। খবর রয়টার্সের।

হেনরির শাসনামলে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের সম্পদ, প্রভাব এবং অঞ্চল বহুগুণে বৃদ্ধি করেছে। বাধ্য হয়ে হেনরি ফেব্রুয়ারির শেষদিকে কেনিয়াতে চলে যান এবং হাইতির পুলিশকে জাতিসংঘ সমর্থিত নিরাপত্তা বাহিনী কর্তৃক সাহায্য করার জন্য দেশটির সমর্থন আদায়ের চেষ্টা করেন।

হেনরির অনুপস্থিতিতে সংঘাত চরম রুপ ধারণ করে এবং ৭৪ বছর বয়সী হেনরি পুয়ের্তো রিকোতে আটকা পড়ে যান।

আরও পড়ুন: পর্তুগালের নির্বাচনে জয় পেলো মধ্য-ডানপন্থী গণতান্ত্রিক জোট

এক ভিডিও বার্তায় হেনরি জানান, একটি বিকল্প পরিষদ গঠিত হওয়ার সাথে সাথেই আমার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করবে।

আমাকে দেশ পরিচালনার সুযোগ দেয়ার জন্য আমি হাইতির জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।

হেনরির এ ঘোষণার পর হাইতিজুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভিডিওতে হাইতির নাগরিকদের রাস্তায় নেমে উল্লাস করতে দেখা গেছে।

news24bd.tv/ab