হোটেল-রেস্টুরেন্টে অভিযান কেন বেআইনি নয়, জানতে চান হাইকোর্ট

হোটেল-রেস্টুরেন্টে অভিযান কেন বেআইনি নয়, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

হোটেল ও রেস্টুরেন্টে অভিযান কেন বেআইনি নয় সেটা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসাথে নিয়ম মেনে যারা ব্যবসা করছেন, সেসব রেস্টুরেন্টগুলোকে কেন ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট এক দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে সোমবার (১১ মার্চ) এ রিট আবেদন করা হয়।

রিটে হোটেল ও রেস্টুরেন্টে মালিকরা সব শর্তপূরণে সময় চেয়ে আবেদন করেছেন।

আরও পড়ুন : রোজায় খোলা থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় রাজধানীর বিভিন্ন রেস্তোঁরায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে। ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

news24bd.tv/FA