গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার

রাশিয়ার পূর্বাঞ্চলের ভ্লাদিভস্টক অঞ্চলে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন দক্ষিণ কোরিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলের ভ্লাদিভস্টক অঞ্চলে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন দক্ষিণ কোরিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, বাক ওন সুন নামের এই ব্যক্তিকে এই বছরের শুরুতে গ্রেপ্তার করা হয় এবং ফেব্রুয়ারির শেষদিকে জিজ্ঞাসাবাদের জন্য মস্কোতে আনা হয়। খবর আল জাজিরার।

বাক ওন সুনের গ্রেপ্তারের বিষয়টিকে ‘টপ সিক্রেট’ হিসেবে চিহ্নিত করেছে রাশিয়ার সরকার।

তাকে লাফোর্টোভো কারাগারে রাখা হয়েছে এবং তার গ্রেপ্তারের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বরাত দিয়ে তাস জানায়, বাক রাশিয়ার রাষ্ট্রীয় গোপনীয় বিষয় বিদেশি গোয়েন্দা বাহিনীর কাছে পাচার করেছেন। বাকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এর বেশি বিস্তারিত জানা যায়নি।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়াতে আমাদের দূতাবাস বাকের গ্রেপ্তারের খবর পাওয়ার পর থেকেই তাকে সাপোর্ট দিয়ে আসছে।

এ ব্যাপারে তদন্ত চলছে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া সরকার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুন: ট্রাম্প ইউক্রেনকে এক পয়সাও দেবেন না: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ বার্তা সংস্থার তথ্যমতে, বাক একজন মিশনারি যিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনী থেকে যারা বেরিয়ে এসেছে তাদেরকে মানবিক সাহায্য প্রদান করতেন। চীন থেকে সড়কপথে রাশিয়ার ভ্লাদিভস্টকে পৌঁছানোর পর গত জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশিয়ার ইতিহাসে এই প্রথম গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ কোরিয়ার কাউকে গ্রেপ্তার করা হলো।  

রাশিয়ার ওপরে পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন দেয়ায় দক্ষিণ কোরিয়াকে বৈরী দেশ হিসেবে চিহ্নিত করেছে পুতিন সরকার।

news24bd.tv/ab