সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন থালাপতি বিজয়

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় (ছবি: ফ্রি প্রেস জার্নাল)

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট-সিএএ) ভারতে কার্যকর হয়েছে। যদিও এই আইনটি ৪ বছর আগে পার্লামেন্টে পাস হয়েছিলো। সেই আইন এবার ভারতজুড়ে কার্যকর করতে দেশটির কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে।

সোমবার (১১ মার্চ) আইনটি কার্যকর হওয়ার তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আলোচিত-সমালোচিত এই আইন নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিজয়ের অভিব্যক্তির ব্যাপারে। সেই প্রতিবেদনে জানানো হয়েছে থালাপতি বিজয় বলেছেন, এই আইন গ্রহণযোগ্য নয় কারণ ভারতে সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করেন।

এ সময় থালাপতি বিজয় তামিল নাড়ুর সরকারকে আহ্বান জানান যাতে এই রাজ্যে আইনটি কার্যকর না করা হয়।

আরও পড়ুন: ভারতে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন থালাপতি বিজয়।

news24bd.tv/SC