এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সংশোধনী আনা হয়েছে।

এডিপির আকার কমলো ১৮ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সংশোধনী আনা হয়েছে। আর এতে এডিপির আকার কমেছে ১৮ হাজার কোটি টাকা। মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশোধিত এই এডিপির (আরএডিপি) অনুমোদন দেন।

প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ খরচ করতে অসমর্থ হওয়ায় কাটছাঁট করে এডিপি সংশোধন করতে হয়েছে।

সংশোধনের পর আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। সার্বিকভাবে এডিপির আকার কমেছে ১৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার

সংশোধিত এডিপিতে সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে।

টাকার অঙ্কে যা ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বিদ্যুৎ খাত। ১৫ দশমিক ৪৭ শতাংশ বরাদ্দ পাওয়ার পর টাকার অঙ্কে তা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকায়।

এ বিষয়ে পরিকল্পনা কমিশন জানায়, সব মন্ত্রণালয় সময়মতো বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারছে না। ফলে এডিপি বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেকবারই ব্যয় কমাতে হচ্ছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন ৭ হাজার ৫শ কোটি টাকা কমে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা থেকে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এছাড়া বিদেশি সহায়তা থেকে বরাদ্দ সাড়ে ১০ হাজার কোটি টাকা কমায় সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকায়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক