ব্যাংক একীভূত করার বিষয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক

কোনো ব্যাংক চাইলে ডিসেম্বরের মধ্যে অন্য ব্যাংকের সাথে একীভূত হওয়ার উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক একীভূত করার বিষয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

কোনো ব্যাংক চাইলে ডিসেম্বরের মধ্যে অন্য ব্যাংকের সাথে একীভূত হওয়ার উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেছবাহুল হক বলেন, নীতি প্রণয়ন করে মার্চ থেকে ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুখপাত্র আরো জানান, ব্যাংক একীভূত হলেও কোন কর্মী চাকুরি হারাবে না। মানুষের আমানতের নিশ্চয়তা থাকবে শতভাগ।

আরও পড়ুন: বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচন চায় না: মঈন খান

মেছবাহুল হক বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যাংকিং খাতের ক্যামেলস প্রতিবেদন গোপন থাকবে। তবে অবশ্যই ব্যাংক একীভূত করার আগে অডিট ফার্ম নিয়োগ করা হবে।

এসময় তিনি দেশে কতগুলো ব্যাংক দূর্বল এবং কতগুলো শক্তিশালী সেই তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

news24bd.tv/ab