ঝুঁকিতে বার্সেলোনা

ঝুঁকিতে বার্সেলোনা

ঝুঁকিতে বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রথম লেগের খেলায় নাপোলির বিপক্ষে জয় তুলে নিতে পারেনি বার্সেলোনা। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল কাতালানদের। এবার নিজেদের মাটিতে জয় তুলে নিতে না পারলে বাদ পড়তে হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকেই। অপর ম্যাচে আর্সেনালকে হারাতে পারলেই শেষ আট নিশ্চিত হবে পোর্তোর।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা এবং পোর্তোর বিপক্ষে মাঠে নামবে ইপিএলের টেবিল টপার আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সিটিনের প্রথম লেগে নাপোলির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে তাই এ ম্যাচে জয়ের বিকল্প নেই কাতালানদের সামনে।  
 
সমীকরণে গিলাজ্জুরিদের চেয়ে এগিয়ে বার্সা।

এখন পর্যন্ত মোট ৯ বারের দেখায় ৫ হারের বিপরীতে নাপোলি পেয়েছে মাত্র ১ জয়। তাই ঘরের মাঠে ফেভারিট বার্সেলোনাই।  

এদিকে প্রথম লেগে পোর্তোর বিপক্ষে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে আর্সেনাল। গানারদের সেরা আটে জায়গায় করতে ম্যাচে শুধু জয় পেলেই নয়, জিততে হবে ২ গোল ব্যবধানে। তাতে ফুটবল ভক্তদের জন্য জমজমাট একটি রাত অপেক্ষা করছে।

news24bd.tv/aa