বেইলি রোডের ঘটনায় শেষ মরদেহটি বুঝে পেলো পরিবার

সংগৃহীত ছবি

বেইলি রোডের ঘটনায় শেষ মরদেহটি বুঝে পেলো পরিবার

নিজস্ব প্রতিবেদক

বেইলি রোডের আগুনের ঘটনায় মারা যাওয়া সর্বশেষ মৃতদেহটি ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে সনাক্ত হওয়ার পর ১২ দিন পর আজ মঙ্গলবার (১২ মার্চ) বিকালে বুঝে পান তার স্বজনরা।

ঢামেক মর্গে থেকে মো. নাজমুল ইসলাম (২৬) এর মরদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেন সিআইডি ইন্সপেক্টর মাসুদ পারভেজ। এটি বুঝে নেন মৃতের বাবা নজরুল ইসলাম।

নিহতের মামা আনোয়ার হোসেন বলেন, আমরা নাজমুলের মরদেহটি ১২ দিন পর পেয়েছি।

সে ব্রাক ইউনিভার্সিটির শেষ বর্ষের বিবিএর শিক্ষার্থী ছিল। রামপুরার বনশ্রীর সি ব্লকের ৯ নম্বর রোডে পরিবারের সাথে নিজেদের ফ্লাটে থাকতো সে। ঘটনার দিন সে তার বন্ধুদের সাথে সেখানে খেতে গিয়েছিল।

নাজমুল এর বাবা বলেন, এতো দিন পর, আমার ছেলের মরদেহ পেয়েছি।

তিনি হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা সাবধানে কাজ করবেন। যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যেন কোন মায়ের কোল আর খালি না হয়। পরে দেশবাসীর কাছে তিনি সন্তানের জন্য দোয়া দোয়া প্রার্থনা করেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়া কান্দি গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম ও মা হাসিনা বেগম এর ছেলে নাজমুল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক