রমজানে অসহায় প্রাণীদের কথা ভাবতে বললেন জয়া

অভিনেত্রী জয়া আহসান প্রাণীদের অধিকার রক্ষার্থে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন (সংগৃহীত ছবি)

রমজানে অসহায় প্রাণীদের কথা ভাবতে বললেন জয়া

অনলাইন ডেস্ক

স্বাভাবিকভাবেই রমজান মাসে দিনের বেলাতে শহরের দোকান-রেস্তোরাঁগুলো বন্ধ থাকে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে অসহায় অবলা প্রাণী কুকুর। এই বিষয়টিকে সকলের দৃষ্টিতে আনার জন্য অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, আমরা যেনো অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি।

কারণ আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরের পেট ভরে।

কিন্তু রমজান মাসে ওদের কপালে সেটুকুও জোটে না। কারণ ওরা তো আর আমাদের মতো রোজা রাখে না। খাবারের জন্য এদিক-সেদিক ছুটে বেড়ায়। আমরা যেনো ওদের কথা চিন্তা করে বাইরে কিছু খাবার রেখে দেই।

এক ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে জয়া এসব কথা লেখেন।

উল্লেখ্য, পোষ্যপ্রাণী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে জয়া আহসান। নিজ বাসাতেও তিনি একাধিক পোষ্য পালন করেন। করোনা মহামারিতে তিনি নিজে রান্না করে ঢাকার রাস্তায় থাকা অসহায় কুকুরদের খাইয়েছেন।

কিছুদিন আগে তিনি হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ এবং বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেছিলেন। এরপর সেটি আমলে নেয় আদালত। ওই রিটে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়ার সঙ্গে প্রাণী অধিকার নিয়ে কাজ করে।

news24bd.tv/এসসি