জাপানের প্রথম বেসরকারি রকেট ‘কায়রোস’ বিস্ফোরিত

সংগৃহীত ছবি

জাপানের প্রথম বেসরকারি রকেট ‘কায়রোস’ বিস্ফোরিত

অনলাইন ডেস্ক

জাপানের প্রথম বেসরকারি রকেট ‘কায়রোস’ উড্ডয়নের পরপরই বিস্ফোরিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সামাজিক মাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই রকেটটি মধ্য জাপানের ওয়াকায়ামার আকাশে বিস্ফোরিত হয়েছে। এরপর রকেটটিতে আগুন লেগে গিয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়।

বাণিজ্যিক মহাকাশ প্রতিযোগিতায় যোগদানের জন্য জাপানের প্রচেষ্টায় এটি একটি ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।

স্পেস ওয়ান রকেটটি, জাপানি স্টার্টআপ স্পেস ওয়ান কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিলো। পশ্চিম জাপানের স্পেস পোর্ট কিই থেকে উদ্বোধনের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

কায়রোস নামে ৫৯ ফুট, চার-পর্যায়ের কঠিন-জ্বালানি রকেটটি একটি ঐতিহাসিক যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিলো। এর আগে কোনো জাপানি প্রাইভেট কোম্পানি এমন মাইলফলক অর্জন করতে পারেনি।

কায়রোস রকেট, যার প্রাচীন গ্রিক অর্থ ‘সঠিক মুহূর্ত’, একটি সরকারি উপগ্রহ বহন করছিল বলে জানা গেছে। লঞ্চ ইভেন্টের একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর এলাকাটিকে ঘিরে রয়েছে ধোঁয়ার বিশাল কুন্ডলী। (সূত্র: বিবিসি) 

news24bd.tv/এসসি