ভারতের যুদ্ধবিমান ‘তেজোস’ বিধ্বস্ত

সংগৃহীত ছবি

ভারতের যুদ্ধবিমান ‘তেজোস’ বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজোস বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) রাজস্থানে এই বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে এসেছে বলে জানা গেছে। ভারতীয় বিমানবাহিনীতে তেজোস অন্তর্ভুক্ত হয়েছে আট বছর পর।

প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। ভারতের বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, এই ঘটনায় ২৩ বছরের রেকর্ড ভঙ্গ হলো।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি একটি একতলা বাড়ির উপর ভেঙে পড়েছে। ভেঙে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান থেকে কালো ধোঁয়া দেখে।

উল্লেখ্য, তেজোস বিমান ভারতের আকাশপথে যুদ্ধ কিংবা জাহাজবিরোধী অভিযান চালানোর জন্য ব্যবহার করা হয়। সংস্কৃত ভাষায় তেজোস শব্দের অর্থ উজ্জ্বল। এইচএএল দিয়ে তৈরি দ্বিতীয় সুপারসনিক ফাইটার জেট এই তেজোস।

news24bd.tv/এসসি