রমজানে সুখবর দিলো আবহাওয়া অফিস

রমজানে সুখবর দিলো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

প্রকৃতি থেকে ফাল্গুন মাস বিদায়ের পথে। এরইমধ্যে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘর স্পর্শ করেছে। তার মধ্যে চলছে পবিত্র মাস রমজান।

এ অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৩ মার্চ) সকালে দেওয়া সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

news24bd.tv/aa

এই রকম আরও টপিক