খেজুরের নতুন দামের বিষয়ে জানেনই না বিক্রেতারা

সংগৃহীত ছবি

খেজুরের নতুন দামের বিষয়ে জানেনই না বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

সর্বনিম্ন মানের খেজুরের দাম বেঁধে দেয়ার পরেও বাজারে তার প্রভাব নেই। সবচেয়ে কম দাম ২০০ টাকায় খেজুর বিক্রি হচ্ছে কারওয়ানবাজারে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বনিম্ন মানের খেজুরের দাম মান ভেদে ১৫০ থেকে ১৮০ টাকা বেধে দেয়া হয়। কিন্তু রাজধানীর বাজারগুলোতে ওই খেজুর সর্বনিম্ন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। বিক্রেতারা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামের ব্যাপারে কিছু জানেন না তারা। বুধবার বিকেলে নতুন পণ্য আসলে তখন দাম হেরফের হতে পারে।

এদিকে বেঁধে দেয়া খেজুরের দামের ব্যাপারে একই প্রতিক্রিয়া ক্রেতাদের।

তারা জানিয়েছেন, সার্বিকভাবে বাজারে পণ্যের দাম এখনও বেশি।  বেশিরভাগ বিক্রেতাই নতুন বেধে দেয়া দামের বিষয়ে জানেন না। ফলে তারা আগের দামেই খেজুর বিক্রি করছেন।

এর আগে মঙ্গলবার রমজানে ভোক্তা পর্যায়ে খেজুরের দাম নির্ধারণ করে দেয় সরকার। অতি সাধারণ বা নিম্নমানের খেজুর কেজিপ্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

news24bd.tv/FA