সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা

সংগৃহীত ছবি

সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। গতকাল মঙ্গলবারও এ নিয়ে ক্ষোভ জানান তারা।

বুধবার (১৩ মার্চ) সকালে রাজধানীর ফার্মগেট সংলগ্ন খেজুর বাগান মোড়ে এলাকা ঘুরে দেখা যায়, পণ্য ভর্তি ফ্রিজার গাড়ির সামনে ক্রেতাদের লম্বা লাইন। কমপক্ষে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা শেষে ক্রেতারা নিজ নিক চাহিদামতো পণ্য কেনাকাটা করছেন।

এ সময় ক্রেতারা অভিযোগ করেন, সকাল দশটায় বিক্রির কাজ শুরুর কথা থাকলেও, খেজুরবাগানের নির্ধারিত স্থানে গাড়ি পৌছায় ১১টায়। এরপর নিয়ম মেনে প্রয়োজনীয় পণ্য হাতে পেতে কমপক্ষে আরও আধঘণ্টা ব্যয় হয় প্রত্যেকের। ফলে প্রখর রোদে দাড়িয়ে এই সেবা নিতে ভোগান্তি হয় তাদের।

একইসাথে এছাড়া গরু ও খাসির মাংস ব্যতীত অন্যান্য পণ্যের দাম আরও কিছুটা কমানোর কথা জানান ক্রেতারা।

রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম শুরু করেছে গেলো ১১মার্চ।

সার্বিক ব্যাপারে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমটি সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য। সবাই এই সেবা নিতে চাইলে কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটবে। তবে দেরিতে বিক্রির কাজ শুরুর বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি।

news24bd.tv/FA