রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তার শ্রমিকদের তালিকা চাইলেন হাইকোর্ট

রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তার শ্রমিকদের তালিকা চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

রেস্টুরেন্টে অভিযানে শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসাথে সম্প্রতি কতজন শ্রমিক গ্রেপ্তার হয়েছে তাদের পরিচয় ও তালিকা এক মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়া হয়।

বুধবার (১৩ মার্চ) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শককে ৩০ দিনের মধ্যে শ্রমিকের সংখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী এম আর সোবহান ও ফাতেমা এস চৌধুরীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হন আরও শতাধিক ব্যক্তি।

news24bd.tv/FA