নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে আরও বেশি অর্থদণ্ডের বিধান

সংগৃহীত ছবি

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে আরও বেশি অর্থদণ্ডের বিধান

নিজস্ব প্রতিবেদক

সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে ৩ মাসের সাজা ২৫ হাজার টাকা জরিমানা ছিলো। তবে ৮৫ ধারায় সাজা কমিয়ে ৬ মাসের এবং অর্থদণ্ড বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, খসড়ায় জামিনযোগ্য কিছু অপরাধ অজামিনযোগ্য করা হয়েছে।

এদিন মন্ত্রিপরিষদ বৈঠকে সড়ক পরিবহন সংশোধন আইন ২০২৪ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্দিষ্ট টার্মিনালের বাইরে গিয়ে যাত্রী এবং মালামাল ওঠানামা করলে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। ট্রাফিক আইন না মানলে ৩ হাজার টাকা জরিমানা হবে। আগে ছিল ১০ হাজার টাকা।

সচিব আরও জানান, ১০৫ ধারা হলো গুরুতর আহত বা প্রাণহানি হলে অজামিনযোগ্য। আগে এই ধারাটি জামিনযোগ্য ছিল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক