দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে সরকার জনগণের সাথে তামাশা করছে: মঈন খান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার জনগণের সঙ্গে বিদ্রুপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে সরকার জনগণের সাথে তামাশা করছে: মঈন খান

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার জনগণের সঙ্গে বিদ্রুপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার (১৩ মার্চ) সকালে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে তার বাসায় দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত জনগণ মুক্তি পাবে না। একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসায় জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না।

৭ জানুয়ারি অনুষ্ঠিত তামাশার নির্বাচন জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। দেশের মানুষকে বাঁচাতে সরকার পতনের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: আজ তারা কোন মুখে আলোচনার কথা বলে, বিএনপির উদ্দেশে কাদের

মঈন খান আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না।

কিন্তু ২৮ অক্টোবর সরকার ভয় পেয়ে সমাবেশ পণ্ড করে দিয়ে বিএনপির ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না মন্তব্য করে মঈন খান বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই আমরা।

news24bd.tv/ab