ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া

ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া

অনলাইন ডেস্ক

ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ’কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান ছিল অর্থহীন একটি সিদ্ধান্ত। খবর আল জাজিরার।  

সাক্ষাৎকারে পুতিন বলেন, ফিনল্যান্ড সীমান্তে পূর্বে আমাদের সৈন্য না থাকলেও এখন থেকে থাকবে।

শুধু সৈন্যই নয় বরং আমরা ফিনল্যান্ড সীমান্তে ধ্বংসাত্মক অস্ত্রও মোতায়েন করবো।

এদিকে, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে পারমাণোবিক হামলার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার

প্রেসিডেন্ট নির্বাচনের আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, পারমাণবিক যুদ্ধ খুব দ্রুতই ঘটার সম্ভাবনা নেই।

ইউক্রেনে পারমাণবিক হামলারও কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। তবে সামরিক দিক থেকে আমরা এ ধরণের হামলার জন্য প্রস্তুত।

সাক্ষাৎকারে পুতিন জানান, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে এটিকে আমরা যুদ্ধ পরিস্থিতি বলে বিবেচনা করবো।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক