ছয়টি অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ছয়টি অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের মামলা পরিচালনাকারী বিচারক তাকে ছয়টি অপরাধের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। তবে অধিকাংশ অভিযোগই এখনও অক্ষুন্ন আছে। খবর বিবিসির।

ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফি নির্বাচিত প্রতিনিধিকে প্রতিশ্রুতি ভঙ্গ করতে প্ররোচিত করার অভিযোগ থেকে ট্রাম্পকে রেহাই দিয়েছেন।

তবে অভিযোগগুলো পরবর্তীতে আবারও দায়ের করা যাবে বলে জানিয়েছেন এই বিচারক।

আরও পড়ুন: ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া

২০২০ সালের নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ১৯ জন ব্যক্তির মধ্যে ট্রাম্পও একজন।

বুধবার (১৩ মার্চ) লিখিত রায়ে ম্যাকাফি বলেন, আইনী একটি বিষয়ে বিস্তারিত তথ্যের ঘাটতি খুবই গুরুতর একটি বিষয়। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ তাকে নিজের প্রতিরক্ষায় প্রস্তুতি নেয়ার জন্য যথেষ্ট সুযোগ দিচ্ছে না।

তবে আমি সবগুলো অভিযোগ থেকেই ট্রাম্পকে মুক্ত করছি না।

news24bd.tv/ab