টিকটক নিষিদ্ধ করতে মার্কিন হাউজে বিল পাস

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করতে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাশ করা হয়েছে।

টিকটক নিষিদ্ধ করতে মার্কিন হাউজে বিল পাস

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ করতে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস করা হয়েছে। এই বিলের ফলে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি টিকটকে তাদের শেয়ার বিক্রি করে না দেয় তবে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে অ্যাপ স্টোরগুলো থেকে টিকটককে সরিয়ে ফেলা হতে পারে। খবর বিবিসির।

বিলটি এখন মার্কিন সিনেটে যাবে, যেখানকার সদস্যরা বিলটির ওপর কি ধরণের ভোট দেবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে, সিনেটে বিলটি পাস হলে সেটিতে সই করে বিলটিকে আইনে রুপান্তরিত করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

টিকটক নিষিদ্ধ করার ক্ষেত্রে মার্কিন সরকারের প্রথম পদক্ষেপ হবে অ্যাপটিকে সরিয়ে ফেলতে গুগল এবং অ্যাপলকে বাধ্য করা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে ফেসবুকের নিউজ ট্যাব

এর ফলে নতুন কোনো ইউজার অ্যাপটি আর ডাউনলোড করতে পারবেন না, তবে যাদের ফোনে ইতোমধ্যে অ্যাপটি আছে তারা এটি ব্যবহার করতে পারবেন।

সময় গড়ালে অ্যাপটি আপডেট নেয়া বন্ধ করে দেবে, যার ফলে এর ইউজারদের সমস্যার সম্মুখীন হতে হবে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ক্ষেত্রে অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা জারি আছে।

news24bd.tv/ab