রাফাহর ত্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ শহরের একটি ত্রাণ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

রাফাহর ত্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ শহরের একটি ত্রাণ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় একজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি তাদের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও কিছু জানায়নি।

গাজার অন্যান্য অঞ্চলে ইসরায়েলি হামলা থেকে পালিয়ে আসা ১৪ লাখ মানুষ রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস রাফাহ শহরে ইসরায়েল হামলা চালালে অসংখ্য ফিলিস্তিনির জীবন নরকে পরিণত হবে বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: ছয়টি অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন ট্রাম্প

বুধবার (১৩ মার্চ) পরিচালিত ইসরায়েলি হামলা ত্রাণকেন্দ্রের পূর্ব পাশে আঘাত করে, যা রাফাহ শহরের পূর্বাঞ্চলে অবস্থিত। হামলায় নিহতদের একজনের বয়স ১৫ বছর এবং চারজনের বয়স ২৭ থেকে ৫০ এর মধ্যে বলে জানা গেছে।

রাফাহ শহরের বাসিন্দা স্বামী আবু সালিম এএফপিকে জানান, অনেকেই রমজান উপলক্ষে ত্রাণ বিতরণ করতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থার এই স্থাপনায় কাজ করতে এসেছিল। হঠাত করেই দুটি ক্ষেপণাস্ত্র তাদেরকে আঘাত করে।

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থার মুখপাত্র জুলিয়েট তুমা বিবিসিকে জানান, ক্ষেপণাস্ত্র হামলার সময় ৬০ জন কর্মী স্থাপনাটিতে কাজ করছিলেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক