ফেব্রুয়ারিতে সড়কে ঝরলো ৫৪৪ প্রাণ

সারাদেশে ফেব্রুয়ারি মাসে ৫৮৩টি সড়ক দুর্ঘটনায় মোট ৫৪৪ জন মারা গেছেন এবং ৮৬৭ জন আহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে সড়কে ঝরলো ৫৪৪ প্রাণ

অনলাইন ডেস্ক

সারাদেশে ফেব্রুয়ারি মাসে ৫৮৩টি সড়ক দুর্ঘটনায় মোট ৫৪৪ জন মারা গেছেন এবং ৮৬৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারীর সংখ্যা ৭৯ এবং শিশু ৮২ জন। ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ১৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৬ জন, যা মোট নিহতের ৩৭ দশমিক ৮৬ শতাংশ।

বুধবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন।

গত রোববার সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ জানিয়েছিল, ফেব্রুয়ারি মাসে ৫৬৯টি সড়ক দুর্ঘটনায় ৫২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭২২ জন। সরকারি ও বেসরকারি হিসাবে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কাছাকাছি হলেও আহতের সংখ্যায় ১৪৫ জনের পার্থক্য রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে গ্রেপ্তার আরসার বাংলাদেশ শাখার প্রধান

রোড সেফটির পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী ১০৯ জন পথচারী মারা গেছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৪ জন।

গত মাসে ৩৪টি রেল দুর্ঘটনায় ২৮ জন মারা গেছেন। চারটি নৌ-দুর্ঘটনায় প্রাণ গেছে ছয়জনের।

নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

news24bd.tv/ab