বাজার সিন্ডিকেটে বিএনপি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে : কাদের

ফাইল ছবি

বাজার সিন্ডিকেটে বিএনপি জড়িত কিনা খতিয়ে দেখতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

সরকারকে বাধাগ্রস্ত করতে বিএনপি সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত আছে কি না খতিয়ে দেখতে হবে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, চলমান বৈশ্বিক সংকটে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকবেই।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নিষ্ক্রিয় নয়, সরকার তাদের দিক থেকে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলেছিল নির্বাচনের পর মার্চে দুর্ভিক্ষ হবে। তার বিপরীতে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাজারে নিত্যপণ্যের সংকট না থাকলেও দ্রব্যমূল্যে দাম বাড়ছে কেন তা খতিয়ে দেখছে সরকার।

সেতুমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে যখন সংকট চলে তখন বাংলাদেশে তার ছোঁয়া লাগবে না, বাংলাদেশ বিচ্ছিন্ন থাকবে এমনটি তো নয়। এর ফলেই দ্রব্যমূল্যে দাম বৃদ্ধি পাচ্ছে। এটা সারাবিশ্বেই বাড়ছে।  এসময়, ডক্টর ইউনুস আমেরিকার কে- সেটা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।

news24bd.tv/FA