রপ্তানি পণ্য হিসেবে পাট খাতে সর্বোচ্চ প্রণোদনা দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রপ্তানি পণ্য হিসেবে পাট খাতে সর্বোচ্চ প্রণোদনা দেয়া হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

কৃষি এবং রপ্তানি পণ্য হিসেবে পাট খাতকে সর্বোচ্চ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, লিজে দেয়া পাটকলগুলোতে সরকারের নজরদারি অব্যাহত থাকবে। এসব পাটকলের যত্ন নিতে হবে সংশ্লিষ্টদেরকে।

আরও পড়ুন: গাবতলীতে পিকআপের ধাক্কায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী পাটের যে বিশাল বাজার রয়েছে তার কথা মাথায় রেখে পাটপণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। এজন্য গবেষণা বাড়ানোর তাগিদ দেন সরকারপ্রধান।

news24bd.tv/ab