কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে ভারতের নেওয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর জিও নিউজ। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন আরও ১৭ জন। এই ঘটনার দায়ভার পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত একাধিক কড়া সিদ্ধান্ত নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলোসিন্ধু নদী পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ। আরও পড়ুন কাশ্মিরে হামলা, পাকিস্তানের বিরুদ্ধে ৫ সিদ্ধান্ত মোদির ২৩ এপ্রিল, ২০২৫ ভারতের এসব সিদ্ধান্তকে...
ভারতের পর এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান!
অনলাইন ডেস্ক

ইসরায়েলের কয়েকটি এলাকায় ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক

ইসরায়েলের কেন্দ্রস্থলের কয়েকটি এলাকায় হঠাৎ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদের ২১ ইউনিট, উড়োজাহাজ, হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, জেরুজালেমের নিকটবর্তী কয়েকটি শহর ও জনপদ খালি করতে বাধ্য করা হয়। তবে ২০ ঘণ্টা চেষ্টার পর বেশ কিছু এলাকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশজুড়ে তাপপ্রবাহ চলাকালীন এই আগুন ছড়িয়ে পড়ে, তবে এতে কোনো বাসিন্দা আহত হননি এবং সম্পত্তির ক্ষতিও ছিল অল্প। কয়েকজন দমকল কর্মী হালকা আহত হন। আগুনে প্রায় ২ হাজার ৪৭১ একর জমি পুড়ে গেছে বলে ফায়ার কর্মকর্তারা জানিয়েছে। এক মূল্যায়নের পর ফায়ার অ্যান্ড রেসকিউ কমিশনার এয়াল কাস্পি বলেন,...
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতশাসিত কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশেও। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। এতে ভারতের যেকোনো জায়গা ভ্রমণে ন্যূনতম দ্বিতীয় মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশটির চারটি অঞ্চল ভ্রমণে সর্বোচ্চ চতুর্থ মাত্রার, অর্থাৎ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। পেহেলগামে মঙ্গলবারের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীর উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের...
কাশ্মীরে হামলা: ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সম্পর্কে যা জানা গেল
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। এই ঘটনায় অন্তত ২৬ জন নিহত ও বহু আহত হওয়ার পর ভারতীয় সরকারের কাশ্মীর নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হামলার খবর যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়েছে, তখন টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্রগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। সুত্র: আল-জাজিরা। ২০১৯ সালে কাশ্মীর অঞ্চলে স্বল্প-পরিচিতি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। যদিও ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে লড়াই করা সশস্ত্র বিদ্রোহীরা সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের ওপর তেমন কোনো হামলা চালায়নি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পেহেলগামের পর্যটনকেন্দ্র ঘুরতে আসা পর্যটকদের ওপর অতর্কিত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর