ম্যাচ হেরে শিশিরকে দুষলেন লঙ্কানরা

সংগৃহীত ছবি

ম্যাচ হেরে শিশিরকে দুষলেন লঙ্কানরা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়া শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে হেরেছে ৬ উইকেটে। এদিকে ম্যাচে হারের কারণ হিসেবে মাঠের অতিরিক্ত শিশিরকে দায়ী করেছেন লঙ্কানরা।

লঙ্কান অলরাউন্ডার জেনিথ লিয়ানেজ ম্যাচশেষে এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, বাংলাদেশের যখন ৯২ রানে ৪ উইকেট ছিল তখন আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম। কিন্তু শিশির আসার পর বলের নিয়ন্ত্রণ নেওয়া কঠিন হচ্ছিলো।

কিন্তু এটা সত্যি যে সবাই ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে শান্ত বেশ ভালো খেয়েছে। মুশফিকও ভালো খেলেছে।

উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১২৯ বলে ১২২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন শান্ত। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ৮৪ বলে ৭৩ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে একপ্রান্ত আগলে রেখেছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

news24bd.tv/এসসি