শুভানুধ্যায়ীদের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত সাদি মহম্মদ

শুভানুধ্যায়ীদের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত সাদি মহম্মদ

অনলাইন ডেস্ক

ভক্ত, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা ১০ মিনিটে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার জানাজা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদি মহম্মদ মারা যান। নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।  তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা।

আরও পড়ুন: কেন সাদি মহম্মদ আত্মহত্যা করলেন ? 

শামীম আরা নীপা গণমাধ্যমকে বলেন, গত বছরের ৮ জুলাই মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মহম্মদ। ঠিক স্বাভাবিক ছিলেন না তিনি। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি।

news24bd.tv/TR    

এই রকম আরও টপিক