সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারীদের নিয়োগ বাধ্যতামূলক করছে ডেনমার্ক

নারীদের নিয়োগ বাধ্যতামূলক করতে যাচ্ছে ডেনমার্ক।

সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারীদের নিয়োগ বাধ্যতামূলক করছে ডেনমার্ক

অনলাইন ডেস্ক

সেনাবাহিনীতে প্রথমবারের মতো নারীদের নিয়োগ বাধ্যতামূলক করতে যাচ্ছে ডেনমার্ক। এ ছাড়া সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজের সময়ও বাড়ানো পরিকল্পনা করছে দেশটি। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল নারীদের নিয়োগ বাধ্যতামূলক নয়, ডেনমার্ক সামরিক খাতে তাদের ব্যয়ও বাড়াতে যাচ্ছে।

দেশটি সামরিক খাতে ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে আগামী পাঁচ বছর তাদের বরাদ্দ বাড়িয়ে প্রায় ৬০০ কোটি ডলার করতে চাইছে।

ডেনমার্কে এখন কেবল পুরুষদের জন্য বাধ্যতামূলক নিয়োগের বিধান রয়েছে। তবে নারীরা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। দেশটির সরকার ২০২৬ সাল থেকে নারীদেরও সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিধান কার্যকর করতে চলেছে।

এটি কার্যকর হলে নারীদের নিয়োগ বাধ্যতামূলক করার তালিকায় ইউরোপের তৃতীয় দেশ হবে ডেনমার্ক। এর আগে নরওয়ে ও সুইডেনও একই নিয়ম চালু করেছে।

গত বুধবার সেনাবাহিনীর নিয়োগ বিধিতে সংস্কার আনার পরিকল্পনা ঘোষণা করে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‘সরকার পুরোদমে লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে চাইছে। ’

তিনি আরও বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই বলে নিজেদের অস্ত্রে সজ্জিত করছি এমনটা নয়। বরং আমরা যুদ্ধ এড়াতে চাই বলে নিজেদের সজ্জিত করছি। ’

ডেনমার্কে গত বছর চার হাজার ৭০০ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নারী রয়েছেন। তবে এ সংখ্যা ৫ হাজার করার পরিকল্পনা করছে দেশটি।

ইউরোপের এ দেশে ৬০ লাখ জনসংখ্যা রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীতে ২০ হাজার সক্রিয় সদস্য রয়েছেন। এ ছাড়া পেশাদার সেনা রয়েছেন প্রায় ৯ হাজার।

news24bd.tv/DHL