ফুটবলার রাজিয়ার মৃত্যু: ক্রীড়ামন্ত্রী পাপনের শোক

ফুটবলার রাজিয়ার মৃত্যু: ক্রীড়ামন্ত্রী পাপনের শোক

অনলাইন ডেস্ক

সন্তান প্রসবের পর স্ট্রোক করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানার (২০) মৃত্যু হয়েছে। পুত্র সন্তান জন্ম দেওয়ার পর প্রসবকালীন জটিলতায় অতিরিক্ত রক্তক্ষরণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

রাজিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আইসিসি সভায় যোগ দিতে দুবাই রয়েছেন।

দেশের বাইরে থাকলেও তিনি রাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, ফুটবলার রাজিয়া খাতুন নারী ফুটবলে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার অকাল মৃত্যু নারী ফুটবলে এক অপূরণীয় ক্ষতি।

দেশের নারী ফুটবলের উন্নয়নে তার যে অনবদ্য অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রাজিয়া খাতুন। চ্যাম্পিয়ন হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন সংবর্ধনা ও ১০ লক্ষ টাকা।

এরপর সিনিয়র দলের সঙ্গে ক্যাম্প করার সুযোগও পান রাজিয়া। তবে ফর্ম খারাপ যাওয়ায় ২০১৯ সালে ক্যাম্প থেকে বাদ পড়েন তিনি। পরে ফুটবল থেকে সরে যান।

বাংলাদেশের নারী ফুটবল মূলত সাফ কেন্দ্রীক। লিগ ফুটবল ছিল না আগে। কয়েক বছরে চালু করা হলেও তা অনিয়মিত। যে কারণে জাতীয় দল ছাড়া খেলার এবং রোজগারের তেমন সুযোগ নেই নারী ফুটবলারদের।

দীর্ঘদিন খেলার বাইরে থাকায় অনেকে ফিটনেস হারান, কারো ফর্ম পড়ে যায়, অনেকে আবার ফুটবলে আগ্রহ হারিয়ে ফেলেন। রাজিয়ার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

news24bd.tv/কেআই