আড়াই ঘণ্টা পর হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

আড়াই ঘণ্টা পর হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি যোগ দেয় নৌবাহিনীর দুটি ইউনিট। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, আমরা ৬টা চার মিনিটে আগুন লাগার সংবাদ পাই। রাত ৮টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করা সম্ভব হয়নি।

আগুন পুরোপুরি নির্বাপণের পর আমরা এ নিয়ে কাজ করবো।

এর আগে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা 'রাজ কমপ্লেক্স' ভবনটির দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।

news24bd.tv/তৌহিদ