গোলাম আরিফ টিপুকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

গোলাম আরিফ টিপুকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেলে তিন দফা জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার। এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবার-স্বজন, সহকর্মী ও বিশিষ্টজনরা।

সব আনুষ্ঠানিকতা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।

এর আগে, শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। এরপর তার মরদেহ নেয়া হয় বেইলি রোডের বাসায়।

সেখানে বাদ জুমা প্রথম, ট্রাইব্যুনালের সামনে দ্বিতীয় ও সিপিবিতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোলাম আরিফ টিপু। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন ও রাজশাহী কলেজে দেশের প্রথম শহীদ মিনার তৈরিতেও নেতৃত্বে ছিলেন তিনি। পান একুশে পদক। ১৯৩১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু।

news24bd.tv/SHS