চার দিন খোঁজখবর নেই, দরজা ভেঙে দেখা গেল মরদেহ

প্রতীকী ছবি

চার দিন খোঁজখবর নেই, দরজা ভেঙে দেখা গেল মরদেহ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে খাকসা এলাকায় শয়ন কক্ষ থেকে লিটন আহমেদ (৪০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

উদ্ধারকৃত লিটন বড়াইগ্রাম উপজেলার খাকসা গ্রামের রুস্তম আলীর ছেলে।

প্রথম স্ত্রীর পরে দ্বিতীয় পক্ষের সঙ্গেও ছাড়াছাড়ি হলে বাড়িতে একাই বসবাস করতেন লিটন আহমেদ।

প্রতিবেশী শরিফ আহমেদ বলেন, গত ৩-৪ দিন ধরে লিটনের খোঁজ খবর পাওয়া যাচ্ছিলো না। দুপুরে ঘরের পাশে টিউবয়েলে পানি নিতে এসে স্থানীয় এক কৃষক দূর্গন্ধ পেয়ে লিটনের স্বজনদের জানায়। পরে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙে দেখে লিটন মরে পড়ে আছে।  
 
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিনের ঘরের দরজা ভেঙ্গে লিটনের মরদেহ উদ্ধার করেছে। সিআইডি টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না কি কারণে মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করছি সঠিক কারণ খুঁজে বের করতে।  

নিহতের পরিবারের থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক