যাত্রীর জুতা, পোশাক ও ব্যাগেজে সোয়া কোটি টাকার স্বর্ণ 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা স্বর্ণ

যাত্রীর জুতা, পোশাক ও ব্যাগেজে সোয়া কোটি টাকার স্বর্ণ 

অনলাইন ডেস্ক

সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর জুতা, পোশাক ও ব্যাগেজে ১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল নমে ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

কাস্টম হাউস সূত্র জানায়, ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়।

স্ক্যানিংকালে ব্যাগেজের ভেতর স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়।

পরে তার জুতার ভেতর বিশেষভাবে লুকায়িত, পরিহিত পোশাক ও ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ২২ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

এ ব্যাপারে কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, উদ্ধার স্বর্ণ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

news24bd.tv/তৌহিদ