নিশাঙ্কার সেঞ্চুরিতে টাইগারদের হার, দীর্ঘ হলো সিরিজ জয়ের আক্ষেপ

সংগৃহীত ছবি

নিশাঙ্কার সেঞ্চুরিতে টাইগারদের হার, দীর্ঘ হলো সিরিজ জয়ের আক্ষেপ

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।  শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৭ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা।  দলীয় ৪৩ রানে ৩ উইকেট হারানো লঙ্কানদের ১৮৫ রানের এক জুটিতে ১-১ ব্যবধানে সিরিজে সমতা আনলো সফরকারীরা।

তৌহিদ হৃদয়ের ৯৬ ও সৌম্যের ফিফটিতে ২৮৬ রানে পুঁজি পায় বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লঙ্কানদের চাপে ফেলে শরিফুল-তাসকিনরা।

রানের খাতা খোলার আগে ওপেনার আভিস্কা ফার্নান্দোকে ফেরান শরিফুল ইসলাম। এরপর দ্বিতীয় জুটিতে ৪২ রান যোগ করেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ১৬ রানে সাজঘরে ফেরান তাসকিন।

এরপর শরিফুলের বলে সাদিরা সামারাবিক্রমা ১ রানে সাজঘরে ফিরলে জয়ের আশা জাগতে থাকে স্বাগতিকদের। তবে সেই আশায় গুড়েবালি হয় নিশাঙ্কা-আসালাঙ্কার জুটি।

১৮৫ রানের তাদের জুটি শ্রীলঙ্কার হয়ে ২৭ বছরের রেকর্ড ভেঙে দেয়। এর আগে ১৯৯৭ সালে অর্জুনা রানাতুঙ্গা ও রোশান মহানামার চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ১৭১ রানের জুটি বেধেছিলেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো টাইগাররা

১১৩ বলে ১১৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাথুম নিশাঙ্কা।

news24bd.tv/এসসি