ইউক্রেনে ন্যাটো সেনা প্রবেশ করলেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে: ইতালি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি (ছবি: সংগৃহীত)

ইউক্রেনে ন্যাটো সেনা প্রবেশ করলেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে: ইতালি

অনলাইন ডেস্ক

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা ইউক্রেনে পাঠালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। শুক্রবার (১৫ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর ভেরোনার এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা উচ্চারণ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আন্তোনিও তাজানি বলেন, ন্যাটোর সৈন্য ইউক্রেনে পাঠানোর মানে পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঢেলে দেওয়া।

এ সময় তিনি আরও বলেন, ন্যাটোর উচিত ইউক্রেনে প্রবেশ না করা। নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ইউক্রেনকে সাহায্য করতে পারি। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই দেশে প্রবেশ করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ানো।  

এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কথা উল্লেখ করে তিনি বলেন, আক্রমণকারীর বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সৈন্য পাঠানোর প্রথম ধারণা দিয়েছিলেন তিনি।

গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গ নিয়েও তিনি এ সময় কিছু বক্তব্য দেন। গাজায় শান্তি ফিরিয়ে আনতে পারে এবং ভূমধ্যসাগরের স্থিতিশীলতা আনতে হলে একটি চুক্তির দরকার।

news24bd.tv/এসসি