হঠাৎ অসুস্থ পাইলট, বিমান বাংলাদেশের জরুরি অবতরণ

ফাইল ছবি

হঠাৎ অসুস্থ পাইলট, বিমান বাংলাদেশের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কাতারে যাচ্ছিল। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হয়।

গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩২৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশে রওনা হয়। কলকাতার আকাশে পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।

আরও পড়ুন: নতুন চাকরিজীবীরা যাবেন সর্বজনীন পেনশনে, পাবেন না আগের পেনশন  

অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

পরে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছাড়ে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। এতে ৪১৯ জন যাত্রী ছিলেন।

news24bd.tv/কেআই