চীন, রাশিয়া ও ইরানের ভয়ে বেড়েছে বিশ্বে অস্ত্রের বেচাকেনা

যুদ্ধ বিমান, ছবি আলজাজিরা থেকে সংগৃহীত

চীন, রাশিয়া ও ইরানের ভয়ে বেড়েছে বিশ্বে অস্ত্রের বেচাকেনা

অনলাইন ডেস্ক

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি রিপোর্টে বলা হয়েছে,ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্রের কেনাকাটা বেড়েছে। ২০১৪ থেকে ২০১৮ সালের তুলনায় ২০১৯ থেকে ২০২৩ সালে ইউরোপের দেশগুলো দ্বিগুণ অস্ত্র কিনেছে। অস্ত্র কেনায় ইউরোপে গত পাঁচ বছরে সবচেয়ে এগিয়ে ছিল ইউক্রেন। এ সময় অস্ত্র কেনায় সারা বিশ্বে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ইউক্রেনের অবস্থান চতুর্থ।

পিছিয়ে নেই মধ্যপ্রাচ্য ও এশিয়ায় দেশগুলোও। গত পাঁচ বছরে অস্ত্র কেনার হার বেড়েছে এসব দেশেও। সূত্র: আল জাজিরা
রিপোর্টবিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি হয়েছে এশিয়ার দেশগুলোতে, যা বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৩৭ শতাংশ। এশিয়ায় মধ্যে বেশি অস্ত্র কিনেছে জাপান, অস্ট্রেলিয়া ও ভারত।

এসআইপিআরআইয়ের সিনিয়র গবেষক পিটার ওয়েজেম্যানের বলেন, এর পেছনে কারণ একটাই, তা হলো  চীন দিনদিন  একচেটিয়া পরাশক্তিতে পরিণত হচ্ছে।

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের মিত্র কাতার, মিসর ও সৌদি আরব। পরিমাণটা বিশ্বের মোট অস্ত্র আমদানির ৩০ শতাংশ।
যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে অস্ত্র আমদানি করেছে দেশটি।  

বিগত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে বড়ো ব্যবসা করে এ অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে।

news24bd.tv/ডিডি


 

এই রকম আরও টপিক