‘ভারত পাশে ছিল বলেই অনেক বড় দেশের অশুভ খেলা সফল হয়নি’ 

ওবায়দুল কাদের

‘ভারত পাশে ছিল বলেই অনেক বড় দেশের অশুভ খেলা সফল হয়নি’ 

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত নির্বাচনে প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে এগোতে হয়েছে আওয়ামী লীগকে। ভারত বাংলাদেশের পাশে ছিল বলেই অনেক বড় দেশের অশুভ খেলা সফল হয়নি।

শনিবার (১৬ মার্চ) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি পূরণ হয়নি স্বীকার করে এ সময় ওবায়দুল কাদের তাদের ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন।  

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা। আর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে হিন্দু নেতারা বলেন, সব ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জন করলেও এখনো এ দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়।

দুঃখজনকভাবে তাদের ব্যক্তিগত ও মন্দিরের জমি সম্পত্তি এখনো বেদখল হয়। ভাঙ্গা হয় হিন্দুদের আরাধ্য দেব-দেবীর প্রতিমা।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালের বন্ধনে বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের যে সম্পর্ক তা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। চার প্রজন্ম ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক, সামাজিক, বাণিজ্য, শিল্প, সাহিত্যের যে বন্ধুত্বপূর্ণ বিনিময়- তা আরও জোরদার হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শেকল। এটি ভেঙে ফেলতে হবে।

হিন্দুদের জমি দখল এবং মন্দির ভাঙচুরের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা সবার অভিন্ন শত্রু ও দুর্বৃত্ত বলে মন্তব্য করেন তিনি।  
news24bd.tv/আইএএম