ইফতারের দোয়া বাংলা উচ্চারণসহ অর্থ 

প্রতীকী ছবি

ইফতারের দোয়া বাংলা উচ্চারণসহ অর্থ 

অনলাইন ডেস্ক

চলছে পবিত্র রমজান মাস। আজ শনিবার, রমজানের পঞ্চম দিন। রোজার সময় সেহরি ও ইফতার রোজাদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রমজানে প্রতিটি মুসলিম মুমিনের রোজা রাখা ফরজ ইবাদত।

ইফতারের সময় যে দোয়া পড়তে হয়, তা হয়তো অনেকেই জানেন না। তাহলে চলুন ইফতারের দোয়া জেনে নেই-

ইফতারের দোয়া:

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

মহান আল্লাহ তা'আলা প্রত্যেক মুসলিম মুমিনকে রোজা রাখার তৌফিক দান করুন।

আমিন।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক