দ্রব্যমূল্য বৃদ্ধির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

দ্রব্যমূল্য বৃদ্ধির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

পণ্যের মূল্য বৃদ্ধির যেকোনো ধরণের প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। শনিবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের যৌথ আয়োজনে নারীদের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সাথে পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কথা হয়েছে। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে এবং জনগণের কষ্ট লাঘবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাজারে এখন মাংসের দাম ৭৫০ টাকা। কেউ যদি এখন এটি ১২০০ টাকা বিক্রি করে তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। এমন অসাধ্য ব্যবসায়ীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: অচিরেই পানগাঁও টার্মিনাল সচল করা হবে: সালমান এফ রহমান

কৃষিমন্ত্রী আরও বলেন, অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য না পৌঁছানোর কথা বলে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়।

এসকল অসৎ ব্যবসায়ী সততার সাথে ব্যবসা না করে বেশি লাভ করতে চায়। কৃষিমন্ত্রী হিসেবে আমি সবজির বাজার ঘুরে দেখবো।

মজুতদারির ব্যাপারে সরকার সজাগ রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, যে দুর্নীতি করবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন।

এ সময় জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর হাতে ল্যাপটপ তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

news24bd.tv/ab