রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার কষ্ট নিয়েই চির নিদ্রায় শায়িত হলেন নাটোরের ভাষা সৈনিক ফজলুল হক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাদ যোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘ দিন ধরে নানান রোগে ভুগছিলেন তিনি। এর আগে সোমবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫২ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলন করেছিলেন ফজলুল হক। সেই সময়কার জিন্না স্কুলের (বর্তমানে সরকারি বালক উচ্চ বিদ্যালয়) শিক্ষার্থীদের সংগঠিত করেন তিনি। স্থানীয় আরও তিনটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে শহরে মিছিল ও সমাবেশ করেন। এজন্য হুলিয়া মাথায় নিয়ে দিনের পর দিন...
চলে গেলেন নাটোরের ভাষা সৈনিক ফজলুল হক
নাটোর প্রতিনিধি
হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতার ছবি তোলায় সাংবাদিকদের ওপর চড়াও
মাদারীপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে মাদারীপুরের যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তাওহীদ সন্নামাত হত্যা মামলায় সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। খবর পেয়ে মাদারীপুর সদর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছবি তোলার সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হামলার জন্য তেড়ে আসার চেষ্টা করেন আ.লীগ নেতা কাজল কৃষ্ণ দে। মঙ্গলবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর-শরীয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ...
ছাত্র আন্দোলন: মাদারীপুরে তিন হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার ২টি ও বগুড়ার ১টি হত্যা মামলায় মাদারীপুরের শিবচরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে এজাহারভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আতিক মাদবরকে। মাদারীপুর জেলা ডিবি পুলিশ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক মাদবর। এসময় মাদারীপুর জেলা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিক মাদবর এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান...
শেরপুরে সেনাসদস্য ওয়াসিম হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২
শেরপুর প্রতিনিধি
শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার সাজিপাড়া এলাকা ও সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে নাজিম উদ্দীন (৩৫)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর